সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপশাখায় সি-আর-এম বুথের উদ্বোধন বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি- ইউপিএস চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করেছে সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। লিখিত বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চলতি বছরের আগস্টে ৩ দফা ও অক্টোবর মাসে দুই দফায় শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিরাপত্তার প্রয়োজনে স্থাপিত বিশেষায়িত মনিটরিং সিসি ক্যামেরা পরিচালনার জন্য মোট ১৮টি ইউপিএসের ব্যাটারি এবং ইউপিএস যার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা, অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

মামলা রুজুর পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের শনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। ডিবির টিম শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সিরাজদিখান থানাধীন চালতীপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের চালতিপাড়া ব্রিজের উপর থেকে এ ঘটনার মূলহোতা ইব্রাহীম ওরফে রাজাকে (৩০) গ্রেপ্তার করে

পরে তার দেয়া তথ্যমতে মুন্সিগঞ্জের নিমতলা, ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলি এলাকা থেকে ধরা পড়ে আরও চারজন। উদ্ধার হয় একটি ইগল ব্র্যান্ডের ইউপিএস ও ১২টি ইউপিএস ব্যাটারি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০) ও জনি শেখ (২৯), দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মো. শহিদ (৫০), ঢাকার কদমতলির মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩