মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রনয়ণসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, মুন্সিগঞ্জ জেলা শাখা।
আজ রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো. মুহাম্মদুল্লাহ নাজিবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা সাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ হাসানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন, সহ সভাপতি মাওলানা আবু সালেহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ উসামা আজিজি, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাঈদ খান নদভী, বাইতুল মাল সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, টংগিবাড়ী থানা প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম এবং ছাত্র মজলিস প্রতিনিধি আব্দুল্লাহ বিন আরাফাত প্রমুখ।
স্মারকলিপিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির অনুসরণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই সনদ জাতির প্রত্যাশা ও ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিক উন্মোচন করেছে। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে এর বাস্তবায়ন সময়ের দাবি। আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করবেন।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩