মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লংগদু জোনের একটি সেনা টহলদল মদনঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। দীর্ঘ সময় অবস্থানের পর রাত আনুমানিক ১০টার দিকে সন্দেহভাজন একটি নৌকা ঘাটে ভিড়তে দেখা যায়। সেনা সদস্যরা নৌকাটিকে গোপনে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারি দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার ও প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে নদীর চরাঞ্চলে বালুর ভেতর লুকানো অবস্থায় বস্তাবন্দী বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করে।
প্রাথমিক হিসাব অনুযায়ী উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
এসব চোরাচালান পরিচালনা করে একাধিক সংঘবদ্ধ চক্র। তারা বাঘাইছড়ি, মারিশ্যা, খেদারমারা ও পাবলাখালী এলাকার পাহাড়ি গিরিপথ ও কাপ্তাই হ্রদের জলপথ ব্যবহার করে অবৈধ পণ্য সীমান্ত থেকে এনে দীঘিনালা, খাগড়াছড়ির ও রাঙ্গামাটি হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) জানায়, তারা দীর্ঘদিন ধরেই পার্বত্য এলাকায় অবৈধ মাদক ও চোরাচালান দমনে অভিযান পরিচালনা করছে। সেনা সূত্র জানায়, “পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর। কোনো অবস্থাতেই অবৈধ চোরাচালানকারীদের ছাড় দেওয়া হবে না।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩