মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস নাগেশ্বরীতে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রামে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে মাংস ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সিগারেট জব্দ ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ দুধকুমারের ভাঙনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্য আহ্বান

ক্ষমতা হস্তান্তর করে দায় এড়াতে পারবেন না উপদেষ্টারা: আখতার

আনোয়ারুল ইসলাম, রংপুর প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান। সেফ এক্সিট নেওয়ার মানসিকতা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। জনগণ যে দায়িত্ব দিয়েছে, তা পালনে যেন কোনো ধরনের ফাঁকিবাজি না হয়—এটাই জাতির প্রত্যাশা।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “উপদেষ্টারা যদি মনে করেন ক্ষমতা হস্তান্তর করলেই দায়মুক্তি মিলবে, সেটা ভুল ধারণা। জনগণের প্রতি জবাবদিহি থেকে কেউই রেহাই পাবে না।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি নিবন্ধন পাওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট গঠনের আলোচনা হয়নি। তবে জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে আদর্শিক ভিত্তিতে জোট গঠনের বিষয়ে তারা উন্মুক্ত আছেন।

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সরকার আশ্বস্ত করেছে। গণভোটের মাধ্যমে সংসদকে ক্ষমতা দিয়ে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আমরা চাই সরকার যেন জুলাই ঘোষণাপত্রের মতো একপেশে আচরণ না করে, বরং জনগণের প্রত্যাশার জায়গায় আইনি ভিত্তি তৈরি করে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের আগে যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায় এবং বিচার-সংস্কার দৃশ্যমান না হয়, তাহলে নির্বাচনকে জাতীয় মহোৎসবে পরিণত করা সম্ভব হবে না। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়—সে বিষয়ে সর্বাত্মক ভূমিকা নিতে হবে।”

আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নে জড়িতদের বিষয়ে আখতার হোসেন বলেন, “খুন, গুম ও আয়নাঘরের বন্দি রাখার সঙ্গে জড়িত সেনা, ডিজিএফআই, র‍যাবের যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের অনেকের বিচার চলছে। যারা এখনো ধরা পড়েনি, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক আসাদুল্লাহ গালিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ অন্যান্য নেতারা।

এর আগে আখতার হোসেন নগরীর ছোট নুরপুর কবরস্থানে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। বিকেলে তিনি পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩