বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোগডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির উদ্যোগে ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুঙ্গির হাট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সমন্বয়কারী মোঃ মালেক সরকার ও লাভলু হোসেন সহ সদর উপজেলা কমিটির অনান্য নেতৃবৃন্দ।
বৈঠকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
পরে ২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ এর পক্ষে নানা উন্নয়ন মুলক বার্তা দিয়ে এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন হাট ও বাজার এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩