শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন সাবেক এমপি কায়কোবাদ পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশ নেন।
আয়োজনের ১ম পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্কের মোশন ছিলো ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।’ বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক শেষে উপস্থিত অতিথিদের কাছে ছাত্র সংসদে নিয়ে তাদের মন্তব্য জানতে চাওয়া হয়।
আয়োজনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় পলিসি বিতর্ক। যেখানে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ন করেন। এসময় শিক্ষার্থীরা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবিরের কাছে ৫ আগষ্টের পরও ক্যাম্পাসে গুপ্তভাবে রাজনীতি করার কারণ এবং পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চান। পাশাপাশি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদকে ট্যাগিংয়ের রাজনীতির বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন উপস্থিত শিক্ষার্থীরা। প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন ছাত্রশিবির ও ছাত্রদল দুই পক্ষের মাঝে কয়েকবার বাগবিতণ্ডাও সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ অলি উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ঐশ্বর্য সরকার, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগম, আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক, ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি নূর আলম নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩