বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা উন্নয়ন-মানবিকতায় রাজাপুরে প্রশংসিত ইউএনও রাহুল চন্দ পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসীর ১ দিনের রিমান্ড পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা কুড়িগ্রাম জেলা বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানো নিয়ে এলাকায় উত্তেজনা, একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায় পিতার জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা সাদাপাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি! শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোহাম্মদপুর বারকান্দি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ওমর উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামপ্রিয় জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন, যা ন্যায়ের পক্ষে ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি বড় সুযোগ – আমাদের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ, শৃঙ্খলা ও কৌশল নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা সহকারী সেক্রেটারি আবু রায়হান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার এবং ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি বায়েজীদ বোস্তামী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন পর্যায়েন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। ভোটের মাঠে সংগঠনের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে দলের কর্মকাণ্ডে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩