মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ উত্তরকান্দি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকা এই রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে আসবে এবং স্থানীয় জনজীবনে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গুণীজন, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অনুষ্ঠানে প্রাণবন্ততা এনে দেয়।
ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী দল। আমরা রাজনীতিকে জনগণের সেবা এবং সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখি। এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র ভবিষ্যতে আরও ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আমরা আস্থা অর্জন করতে চাই এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
স্থানীয় বাসিন্দারা জামায়াতের এ ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলাম। আজ জামায়াত আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়।
বক্তারা আরও জানান, রাজনৈতিক দলের এমন জনকল্যাণমুখী কর্মকাণ্ড মানুষকে আস্থা ও বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনে। স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এ উদ্যোগটি এলাকাজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজমুখী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩