রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ” পটুয়াখালীর দুমকিতে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিকলীতে হাওরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন জাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাচুর মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,আজকের এই দিনে জনগণের ঐক্যবদ্ধ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক ঐতিহাসিক জবাব। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আল্লাহর আইন অনুযায়ী শাসিত হতে চায়। সেই লক্ষ্যে আমরা আন্দোলন করছি এবং করব ইনশাআল্লাহ। একদিন এই দেশের জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেই।

গণমিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন,এডভোকেট মামুনুর রাশিদ,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন,সদর জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান,জেলা শ্রমিক কল্যাণেরর সেক্রেটারী সাবেক ছাত্র নেতা মোঃ আসলাম হোসেন,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু,ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে জয়পুরহাট শহর হয়ে ওঠে আন্দোলনের এক জাগ্রত প্রাঙ্গণ।

এই গণমিছিল প্রমাণ করেছে, জনগণ ন্যায়বিচার, ইসলামী আদর্শ এবং গণতন্ত্রকামী শাসনব্যবস্থার প্রতি গভীরভাবে আস্থাশীল। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই ধারার আন্দোলন আগামী দিনে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩