রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ” পটুয়াখালীর দুমকিতে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিকলীতে হাওরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন জাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

 

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, টীম সদস্য – আব্দুল কাইয়ুম ও ইকবাল করীম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: ইউসুফ

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আবছার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ডাঃ সর্দার আব্দুর রহিম, বাঘাইছড়ি পৌর জামায়াতের সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, পৌর জামায়াতের সভাপতি নেয়ামত উল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৩৬ জুলাই ২০২৪ এর গণ অভ্যুত্থানের ফলে আজকে আমরা উন্মুক্তভাবে জামায়াতে ইসলামীর রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং কথা বলার স্বাধীনতা পেয়েছি, তারা বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা কারন বান্দার অনেক পরিকল্পনা থাকে কিন্তু বাস্তবায়ন হয়েছে আল্লাহর পরিকল্পনা। জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা সহ বাংলাদেশ জামায়েতে ইসলামীর যেসকল নেতাকর্মীরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

বক্তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বলেন, গন অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের আগে নির্বাচন করতে দেয়া যাবেনা, নির্বাচনে পি আর পদ্ধতিতে হতে হবে, পূর্ণ সংস্কার বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়৷

সভাপতির বক্তব্যে জামায়েতের আমীর মাওলানা কবির আহমদ বলেন, শান্তির বাংলাদেশ বিনির্মানের জন্য সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেসকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ভোট দিয়ে জয়ী করে সরকার গঠন করার জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন। সমাবেশ শেষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩