সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপশাখায় সি-আর-এম বুথের উদ্বোধন বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ পুরোনো ভবনে মিললো জবি ছাত্রদল নেতার লাশ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ প্রদান জবি শিবিরের মোহনগঞ্জ পাইলট স্কুলের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও সেরা বাউফল সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

রাতের জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিরতা গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কামড়ের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেলে তিনি নিজেই শরীরে খোঁজ নিয়ে হাঁটুর ওপরের অংশে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে তোলেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেও, গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ৫টার দিকে একটি গাড়ি ম্যানেজ করে রানু বেগমকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। ভর্তি করার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অনেকেই অভিযোগ করছেন, রাতের বেলায় গ্রামে জরুরি চিকিৎসা ও পরিবহন সুবিধার অভাবে এ রকম মৃত্যু প্রায়ই ঘটছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, রাতের সময় যদি জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকত, তাহলে হয়তো রানু বেগমকে বাঁচানো সম্ভব হতো।

এদিকে, এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন গ্রামীণ এলাকায় রাতের বেলায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত না করা হলে ভবিষ্যতেও এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতেই থাকবে।

তারা দাবি তুলেছেন,প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি করে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩