বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

রাতের জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিরতা গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কামড়ের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেলে তিনি নিজেই শরীরে খোঁজ নিয়ে হাঁটুর ওপরের অংশে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে তোলেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেও, গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ৫টার দিকে একটি গাড়ি ম্যানেজ করে রানু বেগমকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। ভর্তি করার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অনেকেই অভিযোগ করছেন, রাতের বেলায় গ্রামে জরুরি চিকিৎসা ও পরিবহন সুবিধার অভাবে এ রকম মৃত্যু প্রায়ই ঘটছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, রাতের সময় যদি জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকত, তাহলে হয়তো রানু বেগমকে বাঁচানো সম্ভব হতো।

এদিকে, এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন গ্রামীণ এলাকায় রাতের বেলায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত না করা হলে ভবিষ্যতেও এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতেই থাকবে।

তারা দাবি তুলেছেন,প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি করে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩