বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি আওয়ামীলীগ কখনও মাওলানা ভাসানীকে স্বীকার করেনি’ – নাহিদ ইসলাম ৩ দফা দাবিতে আন্দোলনে নামছে ববিয়ানরা ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় অভিযানে ইউএনও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে” চিলা ইউনিয়নের এক যুগ ধরে রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগের শেষ নাই সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

চিলা ইউনিয়নের এক যুগ ধরে রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগের শেষ নাই

 

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

চিলা ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ অঞ্চলের শেষ বসতি জয়মনি গ্ৰামের উপর থেকে চলে যাওয়া বন্দর নগরী মোংলার সংযোগ রাস্তাটির বেহাল অবস্থা।

জয়মনি থেকে মোংলা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের মধ্যে ১৮ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা জনসাধারণের দুর্ভোগের শেষ নাই। দীর্ঘ এক যুগ ধরে এই রাস্তাটি নষ্ট হয়ে গেলেও হয়নি ভালো কোন মেরামতের কাজ। শুকনা মৌসুমে যেমন সৃষ্টি হয় ধুলার সমস্যা তেমনি বৃষ্টির মৌসুমী জনসাধারণের চলাচলের সমস্যাসহ রাস্তাটি বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মত ঘটনা।

দীর্ঘ এক যুগ অপেক্ষার পর কিছু দিন আগে মোংলা থেকে কানাইনগর পর্যন্ত মেরামতের কাজ শুরু হলেও কিন্তু চিলা ইউনিয়নে এখনও পর্যন্ত কাজ শুরুর আভাস পাওয়া যায়নি।

জয়মনি এলাকার একজন ভুক্তভোগী জানান, আমারা ১২ থেকে ১৩ বছর ধরে শুনে আসছি আমাদের চিলা ইউনিয়নের এই রাস্তাটি হাইওয়ে হবে এবং বাজেট‌ও হয়ে গেছে। আমারা এখন‌ও পর্যন্ত চোখে দেখতে পারিনি। আমাদের ছেলে-মেয়েরা দেখে যেতে পারবে কিনা সন্দেহ আছে।

এসময় তিনি আরো বলেন, জয়মনির রাস্তার যে বেহাল অবস্থা। যদি কোনো গর্ভবতী মেয়েকে প্রসাবের আগ মুহূর্তে এই রাস্তা থেকে মোংলা হাসপাতালে নেয়া হয়। মা ও শিশুর জন্য অনেক বড় ঝুঁকি থাকে। এজন্য কিছু দিন আগে আমার এক নিকট আত্মীয়র প্রসাবের আগ মুহূর্তে আমি ট্রলারে করে নদী পথে মোংলা নিয়ে গিয়েছি। আর কেউ যদি স্টক করে। আমাদের সকল হাসপাতাল যেহেতু মোংলা উপজেলায়। রাস্তার যে বেহাল অবস্থা তাতে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অবশ্যই তার মাথায় ঝাঁকি লাগে। এতে তার জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে।

এলাকা বাসীর একটাই দাবি আমাদের হাইওয়ে রাস্তার দরকার নাই। অতিদ্রুত এই রাস্তাটি মেরামত করে দেয়া হোক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩