মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
চিলা ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ অঞ্চলের শেষ বসতি জয়মনি গ্ৰামের উপর থেকে চলে যাওয়া বন্দর নগরী মোংলার সংযোগ রাস্তাটির বেহাল অবস্থা।
জয়মনি থেকে মোংলা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের মধ্যে ১৮ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা জনসাধারণের দুর্ভোগের শেষ নাই। দীর্ঘ এক যুগ ধরে এই রাস্তাটি নষ্ট হয়ে গেলেও হয়নি ভালো কোন মেরামতের কাজ। শুকনা মৌসুমে যেমন সৃষ্টি হয় ধুলার সমস্যা তেমনি বৃষ্টির মৌসুমী জনসাধারণের চলাচলের সমস্যাসহ রাস্তাটি বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মত ঘটনা।
দীর্ঘ এক যুগ অপেক্ষার পর কিছু দিন আগে মোংলা থেকে কানাইনগর পর্যন্ত মেরামতের কাজ শুরু হলেও কিন্তু চিলা ইউনিয়নে এখনও পর্যন্ত কাজ শুরুর আভাস পাওয়া যায়নি।
জয়মনি এলাকার একজন ভুক্তভোগী জানান, আমারা ১২ থেকে ১৩ বছর ধরে শুনে আসছি আমাদের চিলা ইউনিয়নের এই রাস্তাটি হাইওয়ে হবে এবং বাজেটও হয়ে গেছে। আমারা এখনও পর্যন্ত চোখে দেখতে পারিনি। আমাদের ছেলে-মেয়েরা দেখে যেতে পারবে কিনা সন্দেহ আছে।
এসময় তিনি আরো বলেন, জয়মনির রাস্তার যে বেহাল অবস্থা। যদি কোনো গর্ভবতী মেয়েকে প্রসাবের আগ মুহূর্তে এই রাস্তা থেকে মোংলা হাসপাতালে নেয়া হয়। মা ও শিশুর জন্য অনেক বড় ঝুঁকি থাকে। এজন্য কিছু দিন আগে আমার এক নিকট আত্মীয়র প্রসাবের আগ মুহূর্তে আমি ট্রলারে করে নদী পথে মোংলা নিয়ে গিয়েছি। আর কেউ যদি স্টক করে। আমাদের সকল হাসপাতাল যেহেতু মোংলা উপজেলায়। রাস্তার যে বেহাল অবস্থা তাতে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অবশ্যই তার মাথায় ঝাঁকি লাগে। এতে তার জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে।
এলাকা বাসীর একটাই দাবি আমাদের হাইওয়ে রাস্তার দরকার নাই। অতিদ্রুত এই রাস্তাটি মেরামত করে দেয়া হোক।