সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘ধর্মের নামে হানাহানি বন্ধ করো বন্ধ করো’, ‘আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি’, ‘প্রটেক্ট মাইনোরিটি’, ’প্রটেক্ট ডেমোক্রেসি’ ইত্যাদি সহ নানা স্লোগানে সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলেন জবি শিক্ষার্থীরা।

উক্ত সমাবেশে এক সনাতনী শিক্ষার্থী বলেন, “বাংলাদেশে আমরা সবাই সমান। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “সনাতনীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সরকার যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হামলাকারী ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা এমন এক দেশ চাই যেখানে কেউ ধর্মের পরিচয় নিয়ে প্রশ্ন করবেনা। বাংলাদেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু এখন সংখ্যালঘুদের টার্গেট করে মব তৈরি করে সহিংসতা ছড়ানো হচ্ছে। এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ’’এই বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উপাসনালয় নেই। জবি ক্যাম্পাসে উপাসনা করার জন্য যেকোনো একটি জায়গায় উপাসনালয় করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবসময় ধর্মীয় ভিত্তিতে নয়, জবিয়ান হিসেবেই আত্মপ্রকাশ করতে চাই। গত ১৭ বছরে বারবার সংখ্যালঘুদের ওপর সহিংসতা হয়েছে। মনে রাখতে হবে – ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

উক্ত বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সহিংসতা ও বিচারবহির্ভূত মব জাস্টিস বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩