সোমবার, ২৮ Jul ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেছেন- বৃক্ষ যে’ শুধু ফুল দেয়, ফল দেয়, আর কাঠ দেয়, তা নয়?। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন- বৃক্ষরোপণ করে-করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়।
সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদেরকে উৎসাহিত করছে।
শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলা পরিষদ চত্বরে চুনারুঘাট উপজেলা প্রশাসন এবং সিলেট বন বিভাগ এর আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫- এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: মাসুদুর রহমান, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা এস এম এরশাদ, রশিদপুর বিট ফরেস্টার মোঃ রিজভী বিশ্বাস, বিট সহযোগী ছনবাড়ী বিট ফরেস্টার আব্দুল্লাহ আল-আমীন, ফরেস্টার বিট সহযোগী কালেঙ্গা বিট মোঃ রায়হান ইসলাম স্মরণ ও অন্যান্য স্টাফবৃন্দ প্রমুখ।
মেলায় প্রথম স্থান অধিকার করে রুজিনা নার্সারী, দ্বিতীয় স্থান অধিকার করে আদর্শ নার্সরী, তৃতীয় স্থান অধিকার করে শারমিন নার্সারি, চতুর্থ স্থান অধিকার করে আল্লাহু নার্সারি ও বিশেষ পুরস্কার হিসেবে গ্রহণ করে সিলেট বন বিভাগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া নার্সরী মালিকদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩