রবিবার, ২৭ Jul ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারন করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে ভার্চুয়ালি “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় পুলিশ সুপার মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরাত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন
ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজ সেবা দপ্তরের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, সমাজ দপ্তরের অনান্য কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, সুশীল সমাজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন ও জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে ভার্চুয়ালি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সহ রাষ্ট্রীয় অতিথিদের ভার্চূয়ালী বক্তব্য শ্রবন, ভার্চুয়ালি জুলাই পুনর্জাগরণে ও সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন অংশগ্রহণকারীরা।
পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩