বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়া এলাকার জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মোঃ পনির উদ্দিন, চিলমারী শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ এস এম সাজ্জাদুল ইসলাম, ফুলবাড়ীর সিনিয়র যুগ্ম আহবায়ক ফজর আলী, উলিপুরের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হিরা বেগম সহ এবি পার্টির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার” এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে একটি অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দায় ও দরদের রাজনীতি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান৷ এবং জেলা শহর থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত বিস্তারের মাধ্যমে কুড়িগ্রামকে এবি পার্টির ঘাটি করার কথা বলেন।
অনুষ্ঠানের শেষের দিকে কুড়িগ্রাম জেলার আহ্বায়ক কমিটির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ ৫১ সদস্যকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩