রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ১০ হাজার ৫০০ প্যাকেট ‘কিংস ব্যান্ড’ সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ ৭০ হাজার টাকা। এ সময় আটক করা হয়েছে দুইজনকে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৫টা থেকে ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার পায়রা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শুভ-র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মহিপুর বাজার এলাকা থেকে অবৈধ সিগারেট বিক্রির সন্দেহে দিলীপ কুমার পাল (৩৯), পিতা-রথীকান্ত পাল, গ্রাম-আয়লা, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী কে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কলাপাড়া পৌর শহরের আইদা মঞ্জিলে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ প্যাকেট কিংস ব্যান্ড সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলীপ কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কলাপাড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম অভিযানের পর রাত ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান পরিচালনা করা হয়। কলাপাড়া পৌর শহরের মধ্য বাদুরতলি এলাকার বড় শিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন শহিদুল ইসলাম মৃধার বাসায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ প্যাকেট কিংস ব্যান্ড সিগারেট জব্দ করা হয়। অভিযুক্ত পরান কর্মকার, পিতা—সুনীল কর্মকার, বড় শিকদার বাড়ি, কলাপাড়া, পটুয়াখালীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উভয় অভিযানে জব্দকৃত মোট ১০,৫০০ প্যাকেট সিগারেট কলাপাড়া ফেরিঘাট এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ক্যাপ্টেন শুভ জানান, “অবৈধ পণ্য পাচার ও বিক্রির বিরুদ্ধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের পণ্য দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই কোনো ছাড় দেওয়া হবে না।”

কলাপাড়া উপজেলা প্রশাসন ও সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অবৈধ পণ্য সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩