সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

জয়পুরহাটে শিয়ালচড়া রাস্তার মেরামত কাজের উদ্বোধন, জনকল্যাণে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

গতকাল ২৪ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিয়ালচড়া গ্রামের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তার মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বার্থে আয়োজিত এ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তোষের অনুভূতি সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন,জনসেবা ও সমাজ উন্নয়ন জামায়াতে ইসলামীর একটি নৈতিক দায়িত্ব। রাস্তার এই মেরামত কাজের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব হবে—এটাই আমাদের বড় অর্জন। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, মানুষের পাশে থাকাই আমাদের নীতিগত অঙ্গীকার।

তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে নয়, বরং ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণের আস্থা পেলে এই জনপদের সার্বিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ মিলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, ইউনিয়নের বাইতুল মাল সেক্রেটারি মোঃ শাহরিয়ার হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালচড়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও ব্যবহারের অনুপযোগী ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জামায়াতের তত্ত্বাবধানে রাস্তাটির মেরামত কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনগণের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামীর এই ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়ন করছে স্থানীয়রা। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩