সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭ গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেফতার ১ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

ইসরায়েলকে ‘বেদনাদায়ক’ জবাব দিল ইরান

 

মোঃ নাসরুল্লাহ সাকিব:

শুক্রবার রাতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার (১৪ জুন) ইরান শক্তিশালী ও ‘বেদনাদায়ক’ জবাব দিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড (IRGC) একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের উত্তর সীমান্তে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও আল-জাজিরার বরাতে জানা গেছে, রামাত দাভিদ বিমানঘাঁটি এবং গোলান হাইটসের একটি রাডার ঘাঁটি এই হামলার প্রধান লক্ষ্য ছিল। যদিও ইসরায়েল দাবি করেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও সামান্য ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে প্রতিরক্ষা বাহিনী।

ইরানের পক্ষ থেকে এই হামলাকে “শহীদদের রক্তের বদলা” হিসেবে অভিহিত করা হয়েছে। তেহরান বলছে, ইসরায়েলের আগ্রাসন ছিল ‘চরম বেপরোয়া একটি পদক্ষেপ’, যার চূড়ান্ত জবাব দিতে দেশ প্রস্তুত ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও স্পষ্ট করে বলেছেন, “ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না। এই অপরাধের পরিণাম তাদের ভোগ করতেই হবে।”

আন্তর্জাতিক অঙ্গনে এই পাল্টা হামলা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, “বর্তমান সংঘর্ষ পুরো অঞ্চলে অশান্তি ডেকে আনতে পারে। পরিস্থিতি যেন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ না নেয়, সে বিষয়ে সকল পক্ষকে দায়িত্বশীল হতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, এই ‘বেদনাদায়ক জবাব’ শুধু ইসরায়েলকেই নয়, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে-মধ্যপ্রাচ্যে সংঘর্ষ কখনও সীমিত থাকে না। ইরান আগেই জানিয়েছিল, তারা ছয়শ’রও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল একযোগে ছোঁড়ার সক্ষমতা অর্জন করেছে। সেই ঘোষণার বাস্তব প্রয়োগ দেখা গেল এবারকার পাল্টা জবাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩