বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায় এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ৩৭ বছর পর নিকলীর হিমেল জয় করলেন ইংলিশ চ্যানেল কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

আনোয়ারুল ইসলাম রনি, রংপুরঃ

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন (The Skyview) এ হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি এ বিষয়ে দ্রুত মামলা নেওয়ার জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

এসময় তিনি বলেন, রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি ২৪ ঘণ্টার মধ্যে এন্ট্রি না করে তাহলে বুঝবেন জাতীয় পার্টি কী। তখন আমরা থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি দেব।

নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শনিবার (৩১ মে) বিকেলে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিকেল ৪টায় সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাব ও টাউন হল এলাকা প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। এ সময় রংপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সারজিস আলম এবং তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দল হিসেবে একমাত্র জাতীয় পার্টি ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধীদের পাশে ছিল। তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বলতে চাই না কী ধরনের সহযোগিতা করেছি। আজকে এনসিপির সেই কুলাঙ্গাররা জাতীয় পার্টির বিরুদ্ধে লেগেছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তিমত্তা আছে কিনা আমরা রংপুরের মাটিতে জানান দিতে চাই। তারা অ্যাকশন করলে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।

জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির বলেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করেছে। এসময় তারা গান পাউডার দিয়ে সেখানে থাকা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছে। প্রশাসনের লোকজনদের সামনে এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করতে গেলেও মামলা না নিয়ে বিলম্ব করে ওসি সাহেব অভিযোগ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করতে হবে। এছাড়া হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে হরতালের মতো কর্মসূচি দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় নেতা মিলন চৌধুরী, সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র সমাজের মহানগর আহ্বায়ক আমিরুল ইসলাম এবং জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩