বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপহার দেওয়া নতুন তিনটি বাস।
সোমবার (২৬ জানুয়ারি) বাস তিনটি ক্যাম্পাসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ—১১ জুলাই নিয়ে স্মৃতির মিনার’ শীর্ষক স্মরণসভায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এই তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসনের মাধ্যমে বাসগুলো প্রস্তুত করা হয় এবং সবশেষে সোমবার সেগুলো ক্যাম্পাসে পৌঁছায়।
এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “নতুন তিনটি বাস আজ ক্যাম্পাসে পৌঁছেছে। উপাচার্যের অনুমতিক্রমে আগামীকাল বাসগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরপরে সিদ্ধান্ত অনুযায়ী বাসগুলো চলাচল শুরু করবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩