বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপি ভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশিত হয়েছে। সংশোধিত নীতিমালায় একজন শিক্ষক সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নীতিমালায়।
মঙ্গলবার ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিন স্বাক্ষরিত নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে
ক)নারী খ)দূরত্ব গ)স্বামী /স্ত্রীর কর্মস্থল (সরকারি /আধা সরকারি /স্বায়ত্তশাসিত / এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) ঘ)জ্যেষ্ঠতা :চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে।
একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ পূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল ভিন্ন জেলায় হলে তাদের নিজ জেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩