সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২ বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

কক্সবাজারের রামুর প্রত্যন্ত গ্রামে সন্ধান মিলেছে বো’মা সদৃশ বস্তুর। তবে এই বস্তুর ওপর গেলো ১০ বছর যাবৎ চলে কাপড় ধোঁয়ার কাজ।

পুলিশ বলছে, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় বোমাটি পাওয়া যায়। মূলত এটি দ্বিতীয় বিশ্ব’যু’দ্ধে’র অবিস্ফোরিত বোমা। যা নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রামুতে দ্বিতীয় বিশ্ব’যু’দ্ধে’র একটি বড় বো’মা পাওয়া গেছে। মূলত বো’মা’টি একটি পুকুরে ছিল। যা ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল। এই বো’মা’টিতে গেলো ১০ বছর ধরে স্থানীয়রা কাপড় ধোঁয়ার কাজও করেছে।

মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় এক সচেতন নাগরিক বো’মা’র বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর বো’মা’টি নিরাপদ স্থানে রেখে চারপাশে সংরক্ষিত করার পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে। পরে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনীও ঘটনাস্থলে যায় এবং বো’মা’টি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এরপর গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রামুর ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোমা সদৃশ বস্তুটির দুটি ছবি শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বস্তুটিকে দ্বিতীয় বিশ্ব যু’দ্ধে’র অবিস্ফোরিত বো’মা বলে দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।

শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে লেখেন- ‘২য় বিশ্বযুদ্ধের বো’মা! এই বো’মা’টার উপর নাকি অনেকদিন যাবত মানুষ কাপড়কাচার কাজ করত! এটাতে এক্সপ্লোসিভ আছে কিনা পরীক্ষা করা দরকার। না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। এটাও তো রামুর ইতিহাসের অংশ।’

ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া জানিয়েছেন- বোমা সদৃশ বস্তুটির বিষয় তিনি অনেক আগেই জেনেছিলেন। নিজের আগ্রহ থেকে বৃহষ্পতিবার তিনি এবং শিক্ষক সুমথ বড়ুয়া সেটি দেখতে গিয়েছিলেন। তাঁর ধারনা হয়তো এটি জাপানের তৈরী এবং বর্তমানে এটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতো তিনিও এটি দ্বিতীয় বিশ্ব যু’দ্ধে’র অবিস্ফোরিত বো’মা বলে ধারনা করেছেন। বস্তুটির আকার প্রস্ত গাসের সিলিন্ডারের মতো এবং দৈর্ঘ্য আরও বেশী।

এদিকে বো’মা সদৃশ বস্তুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩