রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রদূত, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগরীর পূবাইলে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল স্টেশন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ে বিএনপি
ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পূবাইল স্টেশন এলাকা পরিণত হয় এক আবেগঘন পরিবেশের।দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার ত্যাগ, সাহস ও রাজনৈতিক দৃঢ়তা জাতির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহির উদ্দিন মোল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, সালাহউদ্দিন সরকার, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী, পূবাইল থানা শ্রমিক দলের সহ-সভাপতি কাজী মনজুরুল ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ুন,আক্তার হোসেন (আতু)মোল্লা, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পনির হোসেন, সেচ্ছাসেবকদল নেতা মো.জাহাঙ্গীর মোল্লা, বিএনপি ও তার অঙ্গসংগঠন যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে আয়োজিত এই দোয়া মাহফিল পূবাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতারা।
উপস্থিত নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে, এ দোয়া মাহফিল সেই অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। দোয়া পরিচালনা করেন রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আতিকুর রহমান পালোয়ান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩