রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩ সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু সুন্দরবনে ৪৯০ কেজি কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি শিবচরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় মাদানী নিসাব শাখার যাত্রা শুরু জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় ছবক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত ‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে কাকরাসহ দুই বনজীবী আটক শার্শার পুটখালী সীমান্ত আখ ক্ষেতে বোমা তৈরির সময় যুবকের কব্জি বিচ্ছিন্ন বাউফলে চাঁদা না দেওয়ায় ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মো: বিদ্যুৎ হোসেন,নওগাঁ প্রতিনিধিঃ 

০৮ (জানুয়ারি) নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, নওগাঁর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মোঃ মাহফুজার রহমান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (নওগাঁ সদর) জনাব মোঃ ইবনুল আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অনস্বীকার্য ভূমিকা তুলে ধরেন। তারা দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও বেকারত্ব দূরীকরণে খামারিদের অবদান প্রশংসনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম খামারিদের বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি ডা. মোঃ মাহফুজার রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রাণিসম্পদ দপ্তরের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩