শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পূবাইলের করমতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২ বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন ‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার শিবগঞ্জ অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা ‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলার স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পরিচিতি চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ডিমলা পোস্ট অফিস মোড় ইউনিয়ন জামায়াতের অফিস রুমে ডিমলা ইউনিয়ন আমির, প্রচার ও মিডিয়া বিভাগের মাওলানা নুর মোবাশ্বের এর সঞ্চালনায় সভায় উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান,উপজেলা নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ রহমত আলী প্রমুখ।

সংবাদিদের সাথে পরিচিতি ও মতবিনিময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি বিরোধী সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সৌহার্দ্যপূর্ণ চা চক্র ও মতবিনিময় সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা, দুর্নীতি, সামাজিক বৈষম্য ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো অনেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি নৈতিকতা, মানবিকতা ও রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন গণমাধ্যম সমাজের দর্পণ সাংবাদিকরা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন, তবে সমাজে অন্যায় ও অনিয়ম টিকে থাকতে পারে না। তিনি ডিমলার সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩