শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২ বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন ‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার শিবগঞ্জ অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা ‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

বরগুনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা তার নির্বাচনি অঙ্গীকার ঘোষণা করেছেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনের সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি একটি নিরাপদ, মানবিক ও আধুনিক বরগুনা গড়ে তুলতে চান।

বরগুনা-১ আসনের জনগণের জন্য ‘আমার ভাবনা, আমার অঙ্গীকার’ শীর্ষক এক বিবৃতিতে নজরুল ইসলাম মোল্লা উল্লেখ করেন, ‘গত ১৭ বছরে এ অঞ্চলের মানুষ জানমাল নিরাপত্তা, সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে উত্তরণে দায়িত্বশীল ও সাহসী নেতৃত্ব এখন সময়ের দাবি।

নির্বাচনি অঙ্গীকারে তিনি মাদকমুক্ত বরগুনা গড়ে তোলা, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করা হবে এবং হিন্দু ও রাখাইন সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংসহ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রণোদনার সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে নজরুল ইসলাম মোল্লা জানান, বরগুনা জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমতলী ও তালতলীর ভৌগোলিক দূরত্ব বিবেচনায় দুই উপজেলায় নিয়মিত উপস্থিতি ও কার্যালয় স্থাপন করা হবে এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বরগুনাকে একটি শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক জেলায় রূপান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩