শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’ মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা তিস্তার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

‎কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবির সেক্রেটারি সাইফুল

সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম।

‎‎সোমবার (০৫ জানুয়ারি) কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।

‎‎জানা যায়, নতুন কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। উক্ত কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের (বার্ষিক) সেটআপ।

‎‎সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক সেটআপ পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা অনেক বড় আমানত৷ এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্র শিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।’

‎‎‎সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সাথে সুন্দরভাবে পালন করতে পারি। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, ‘সকলের পরামর্শের ভিত্তিতে শীঘ্রই দেওয়া হবে।’

‎‎প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটির সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হোসেন আবির।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩