শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
ব্যক্তিগত জন্মদিন উদযাপন না করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের এক নেতা। এ উদ্যোগটি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল মসজিদে মাগরিব নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাবি ছাত্র দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, রাসেল মোহাম্মদ,মোঃ সাজ্জাদউল ইসলাম, এস এম তানিম হাসান,হাওলাদার সাইদুল সহ বিভিন্ন শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা
এ বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, “ব্যক্তিগত জন্মদিন পালন করার পরিবর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছি।পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হয়, তবে তাঁর চলে যাওয়া মানুষ সহজে মেনে নিতে পারছে না- কারণ তিনি মানুষকে শুধু দিয়েই গেছেন, বিনিময়ে কখনো কিছু প্রত্যাশা করেননি। আমরা আপসহীন এই নেত্রীর জনয সকলের কাছে দোয়া চাই”
জাবি ছাত্রদলের সদস্য ও জাকসুর এজিএস প্রার্থী মো: সাজ্জাদুল ইসলাম বলেন” মহান লড়াকু এক জীবনের অবসান। বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন ছিলেন ন্যায়ের পক্ষে, মানুষের কল্যাণে এবং পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন। নিজের সর্বোচ্চ ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন”
তিনি আরো বলেন,”আজ আমাদের প্রত্যাশা, তিনি যে আদর্শ, মানবিকতা ও কল্যাণের দৃষ্টান্ত রেখে গেছেন- সেই পথ ধরেই জনগণ বিএনপিকে এবং তারেক রহমানকে সমর্থন দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেবে। দেশবাসী তাঁর জন্য দোয়া করবে- এটাই আমার বিশ্বাস ও প্রত্যাশা”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩