বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনিক চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫-৬০ বছরের মত হতে পারে। তার পরনে ছিল নেভি ব্লু গেঞ্জি ও ট্রাউজার।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় অজ্ঞাত ব্যক্তিটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন কোন গাড়ি ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩