বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের দারুন ইহসান মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে, ৩০০ পিস ইয়াবাসহ এক নারী আটক পূবাইল সাংবাদিক ক্লাবের ৩য় বর্ষপূর্তি উদযাপন ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার সম্পত্তি বিরোধে দাফনে বাধা, বাবার লাশ রেখে পালাল ছেলে কক্সবাজারে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও রশিদ আহমদ সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের নেতৃত্বে সরকারি খাস জমিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ঈদগাঁও মৌজার মেহেরঘোনা এলাকায় কলেজ গেইট সংলগ্ন কলেজ রোডের উত্তর পাশে অবস্থিত সরকারি খাস জমি—আরএস ১৭৮৭৬-এর তুলনামূলক বিএস ১৫৫৫৮ দাগভুক্ত মোট ৪৬ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত মাস্টার ছাবের আহাম্মদের পুত্র ও আওয়ামী লীগ নেতা সেলিমের নেতৃত্বে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সরকারি জমি বিক্রি করে দেয়। এরই মধ্যে জমির একাংশে পাকা বাউন্ডারি নির্মাণ এবং অন্য অংশে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল।

অবৈধভাবে বাউন্ডারি নির্মাণকারী কালু জানান, “আমরা সেলিমের কাছ থেকে টাকা দিয়ে জায়গাটি কিনে বাউন্ডারি দিচ্ছিলাম। পরে জানতে পারি এটি সরকারি খাস জমি। তাই আমরা বাউন্ডারি ভেঙে ফেলব।” তিনি আরও জানান, অন্যান্য অবৈধ দখলকারীরাও সরকারি জমি ছেড়ে দেবে বলে সম্মতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম দাবি করেন, “জমিগুলো দীর্ঘদিন ধরে তার দখলে ছিল।”

এদিকে ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবদুল জব্বার জানান, “আমি নিজে অভিযান পরিচালনা করেছি। সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন করা হয়েছে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩