মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনী সদস্য ও তার মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায়র দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মীরা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- পুলিশের এস আই সৈয়দ দেলোয়ার হোসেন ৪০ বর্তমান পোষ্টিং পিবি আই নারায়ণগঞ্জ,পুলিশ কনস্টেবল বর্মান পোষ্টিং নিউমার্কেট থানা ঢাকায় সৈয়দ মোশারফ হোসেন (৪৫) তার ভাই সাহেব আলী (৬০) ও দুই ভাতিজা হিরু (৪০) ও হাসান (৩৫)।
ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
একপর্যায়ে তার ছেলে জুয়েল রানা মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাস সিএমএইস এ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে মিনারা বেগম সি এম এইস আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩