রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় চালক আবদুল জাববার হেলপারের শাকিলের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায়।
নিহত ড্রাইভার আব্দুল জব্বার (৩১)নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। হেল্পার শাকিল (২২) নোয়াখালী জেলার চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে বাড়ির এস আই ফারুক হোসেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে রোববার ভোরে উপজেলা ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী লরি (চঃমেঃ ড ৮১-৪৪-৩৮) কে পিছনে থাকা আরেকটি লরি (চঃমেঃ ট ১১-৯২৯২) সজোরে ধাক্কা দিলে পিছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসাদীন অবস্থায় মারা যায়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত লরি গাড়ির হেলপার কে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন জানান রোববার ভোর রাত্রে ছুপুয়া এলাকায় ঘনকুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে প্রথমে লরির ড্রাইভার মারা যায় পরে হেলপার মারা যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩