শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল গাজীপুরে বড়দিন উদযাপিত লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে, বিপুল পরিমাণ জিরা, চাদর ও মাদক উদ্ধার কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক লংগদুতে বড়দিন পালিত মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী: স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা মোহনগঞ্জে রোহিঙ্গাদের জন্ম জন্মনিবন্ধন করায় একজন আটক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ আজ শুভ বড়দিন অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান শ্রীবরদীতে ঘন কুয়াশার দাপট, স্থবির জনজীবন জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে, বিপুল পরিমাণ জিরা, চাদর ও মাদক উদ্ধার

লালমনিরহাটে প্রতিনিধি:

লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

​সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৫১১ কেজি ভারতীয় জিরা, ১৮০টি শাল চাদর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

​তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য কুড়িগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল চাদর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৭১ হাজার টাকা।

​একই সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ ৪টি বিওপি পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজা (মূল্য ৪৫,৫০০ টাকা) এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (মূল্য ৫৬,০০০ টাকা) জব্দ করা হয়। মাদকবিরোধী এসব অভিযানে সর্বমোট ১,০১,৫০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

​লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়ে ওঠে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। আমাদের এই নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩