লালমনিরহাটে প্রতিনিধি:
লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৫১১ কেজি ভারতীয় জিরা, ১৮০টি শাল চাদর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য কুড়িগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল চাদর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৭১ হাজার টাকা।
একই সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ ৪টি বিওপি পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজা (মূল্য ৪৫,৫০০ টাকা) এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (মূল্য ৫৬,০০০ টাকা) জব্দ করা হয়। মাদকবিরোধী এসব অভিযানে সর্বমোট ১,০১,৫০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়ে ওঠে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। আমাদের এই নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"