শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল গাজীপুরে বড়দিন উদযাপিত লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে, বিপুল পরিমাণ জিরা, চাদর ও মাদক উদ্ধার কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক লংগদুতে বড়দিন পালিত মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী: স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা মোহনগঞ্জে রোহিঙ্গাদের জন্ম জন্মনিবন্ধন করায় একজন আটক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ আজ শুভ বড়দিন অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান শ্রীবরদীতে ঘন কুয়াশার দাপট, স্থবির জনজীবন জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত রামগতিতে গনভোট ও পোষ্টাল ব্যালট বিষয়ক অবহিতকরন সভা

মোহনগঞ্জে রোহিঙ্গাদের জন্ম জন্মনিবন্ধন করায় একজন আটক

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১৩ জনের নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। শাওন মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে এবং উপজেলা গেইট সংলগ্ন ‘এম এফ আইটি সলিউশন’ নামের একটি কম্পিউটার দোকানের মালিক।

মামলার বাদী গাগলাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিব মিয়া। তিনি বুধবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজোর ইউনিয়নের একজন উদ্যোক্তা হিসেবে জন্মনিবন্ধন রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন। তিনি অসুস্থ থাকায় গত ২৩ ডিসেম্বর তার আইডি ব্যবহার করে শাওন গাগলাজোর ইউনিয়নের ১৩ জনের নামে অনলাইনে জন্মনিবন্ধন রেজিস্ট্রেশন করেন।

বিষয়টি অনুধাবন করতে পেরে ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন শাওনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে তার দোকান থেকে ২টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি বুক ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন জব্দ করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন জানান, জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে শাওনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করা হয়েছে। এ মামলায় তাকে আসামি করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩