বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় আজ ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুটি জনপ্রিয় রেস্টুরেন্টকে জরিমানার আওতায় আনা হয়।এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
অভিযানকালে দেখা যায় সবুজ ছায়া রেস্তোরাঁ এবং ফাইভ স্টার ফাস্ট ফুড নামীয় প্রতিষ্ঠান দুটি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।এই অপরাধে প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের প্রত্যাশা, জনস্বাস্থ্য রক্ষা এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।
“আইন মেনে ব্যবসা করুন, নিরাপদ ত্রিশাল গড়ুন।”উপজেলা প্রশাসন, ত্রিশাল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩