মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চুক্তিপত্রের মেয়াদ শেষ না হতেই চা পাতা কর্তনে বাধা, চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু)-এর বিরুদ্ধে। পাশাপাশি লিজ গ্রহণকারীদের পরিচর্যায় উৎপাদিত চা পাতা কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী তাজমুল হক ও বুলবুল হক।
ভুক্তভোগী লিজ গ্রহণকারী তাজমুল হক অভিযোগ করে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী গ্রামের দো-মুখা এলাকায় অবস্থিত বাবলু টি কোম্পানির সম্পূর্ণ চা বাগান ছয় মাসের জন্য লিখিত চুক্তিপত্রের মাধ্যমে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের কাছ থেকে লিজ নেন তারা। চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত থাকলেও এর মধ্যেই লিজ দাতা পক্ষ চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি এবং হুমকি-ধামকি দিতে শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীরা বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় উভয় পক্ষকে নিয়ে ১৫ ডিসেম্বর বিষয়টি মীমাংসার কথা থাকলেও বাবলু টি কোম্পানির মালিক সেখানে উপস্থিত হননি বলে অভিযোগ করা হয়েছে।
তাজমুল হক আরও জানান, থানায় উপস্থিত না হয়ে উল্টো তিনি গুন্ডা বাহিনী পাঠিয়ে চা বাগানের প্রায় অর্ধেক চা পাতা কেটে নিয়ে যান। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। চা বাগানের পরিচর্যা ও শ্রমিক খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় করলেও উৎপাদিত পাতা কেটে নেওয়ায় মূলধন ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, একজন শিল্পপতি হয়েও হাবিবুল ইসলাম তার সঙ্গে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ন্যায়বিচারের দাবি জানান তাজমুল হক।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঐ চা বাগানটি সাবেক এমপি দবিরুল সাহেবের ছিল। রনবাগ টি এস্টেট লিমিটেড নামে তিনি বহু বছর যাবত চা চাষ করতেন। কিন্তু জুলাই আগস্টের পরে হঠাৎ ঐ চা বাগানটি বাবলু সাহেবের কিভাবে হলো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে স্থানীয়দের। স্থানীয়রা আরো জানান, আমরা শুনতেছি চা বাগানটি ৬ মাসের জন্য তাজমুল ও বুলবুল নামের ব্যক্তিদের ভাড়া দিয়েছে বাবলু সাহেব। নিজে ভাড়া দিয়ে নিজেই চাপাতা কেটে নিয়ে গেল এটা কেমন কথা!
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু) বলেন, লিজ গ্রহণকারীরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের নোটিশ দেওয়া হয়েছে। উল্টো তারাই তাকে হুমকি-ধামকি দিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। ১৫ তারিখে ডাকা হয়েছিল কিন্তু কোন পক্ষই সেদিন আসেনি।
উল্লেখ্য, চা পাতার এ দ্বন্দ্ব নিয়ে সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী তাজমুল ও বুলবুল। অপরদিকে তাজমুলের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বাবলু টি কোম্পানির পক্ষ থেকে দায়িত্বরত ম্যানেজার হুমায়ুন কবির রেজা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩