মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার এক বাছুর থেকেই ডেইরি সাম্রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হাজেরা বেগম। ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট ‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার ফুলবাড়ীতে মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এবি পার্টি প্রার্থী ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ বাস্তবায়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে জামায়াতের গণসংযোগ কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাউফলে দোয়া মোনাজাত শ্রীবরদীতে ইটভাটায় প্রশাসনের অভিযান: জরিমানা ১২ লাখ টাকা জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানে বেগমগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর জাকির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি রাকিব (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। জঙ্গিবাদ, মাদক, অস্ত্র ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গত ২১ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাকিবের পিতা আইয়ুব আলী। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন হীরাপুর (চৌকিদার বাড়ি) এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন পেশায় মাটির ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে আসামিরা মাটির ব্যবসার নামে ৫০ লাখ টাকা দাবি করে এবং নিয়মিত হুমকি দিতে থাকে।

ঘটনার দিন ১৩ মে ২০২৫ ইং জাকির হোসেন বেগমগঞ্জ থানাধীন চৌরাস্তার পশ্চিম পাশে প্রাইম হাসপাতাল সংলগ্ন একটি হোটেল থেকে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুইজন আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পরবর্তীতে নিহতের স্ত্রী বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পলাতক ছিল।

র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অভিযান পরিচালনার মাধ্যমে পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালায়। এরই অংশ হিসেবে রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩