মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণা করে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।
এ সময় মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, কুড়িগ্রাম-১ আসনে মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনে আব্দুস সোবহান, কুড়িগ্রাম-৪ আসনে ফজলুল হক।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনী সম্ভাবনা বিবেচনা করেই মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত করেছে। মনোনয়ন ঘোষণার পর কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও তৎপরতা লক্ষ্য করা গেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩