মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০ প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা চেইন চুরির সন্দেহে নাসিরনগরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে কৃষিজমির টপ সয়েল রক্ষায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, এক্সাভেটর ও ড্রাম ট্রাক জব্দ আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন ওসমান হাদী হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত মোংলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ভেনাস ভিক্টোরিয়ানসের শিরোপা জয়

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন পেশায় ভ্যানচালক ইসা আলেক। তিনি জয়পুরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

২২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পূরণের মাধ্যমে মনোনয়ন ফরম উত্তোলন করেন ইসা আলেক। এ সময় তাঁর হাতে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম ও সংশ্লিষ্ট দিকনির্দেশনামূলক নথি দেখা যায়।

ইসা আলেক সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ শ্রমজীবী মানুষ। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছি। সমাজের অবহেলিত, দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখি। তাদের কথা জাতীয় সংসদে তুলে ধরতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “রাজনীতি শুধু বিত্তবান বা প্রভাবশালীদের জন্য নয়, সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যম হিসেবেই রাজনীতি হওয়া উচিত। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়াবো।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন ভ্যানচালকের মতো সাধারণ পেশাজীবীর নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের প্রকৃত চর্চাকে তুলে ধরে। এতে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩