সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার সমর্থকরা।
রবিবার (২১ ডিসেম্বর) ২০২৫ ইং নাসিরনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন সৈয়দ নজরুল ইসলাম স্বতন্ত্র, এম এ হান্নান বিএনপি এবং একেএম কামরুজ্জামান মামুন বিএনপি। তারা নিজ নিজ সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন জানায়, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-০১ নাসিরনগর আসনে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা এবং প্রত্যাশা স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। সর্বত্র নির্বাচনী উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩