রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন বলেন, প্রচলিত আইন দিয়ে মানবাধিকার রক্ষা যতটা কঠিন, ততটাই সহজ হবে হযরত মোহাম্মদ (সঃ) এর নির্দেশিত পথ অনুসরণ করে। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ও জ্ঞান জাগিয়ে তোলা খুবই জরুরী।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩