শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
‘‘গণিত শেখো,,স্বপ্ন দেখো’’—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেধা ও মনন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব–২০২৫।
আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টাই শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ব্যতিক্রমী ও সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত এ গণিত পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের গণিত চর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজনকে অভিভাবকরা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন।
শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী বলেন, গণিতভীতি জয় করতেই মেধা ও মনন মঞ্চের এ আয়োজন, সময়ের প্রেক্ষাপটে এটি একটি সেরা সিদ্ধান্ত।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা সাকিল আহম্মেদ, সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ তুর্য, সম্পাদক ফাহিম জেলানী, প্রচার সম্পাদক ফরহাদ আহম্মেদ, ফ্লোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আরফা আনজুম জেনিনসহ মেধা ও মনন মঞ্চের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, নিয়মিত গণিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বাড়াতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩