বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বিএনপির সম্ভাব্যপ্রার্থী আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল দোয়ারাবাজারে রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে বিজয় দিবস – ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক তারিন বিনতে এনাম, মাহিনুর আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারীরা।

হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিজয়ের ৫৪ বছর উপলক্ষে ৭ দিন ব্যাপি প্রীতি ক্রীড়া টুর্নামেন্ট এবং রচনা প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

লুডু প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তারিন আক্তার, ২য় স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবাইয়্যা প্রমি।

ক্যারম প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার, ২য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত জাহান জুঁই, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা লুৎফা।

ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিনথীয়া আক্তার, ২য় স্থান অর্জন করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আছমা আক্তার, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিনথীয়া আক্তার।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী দিথী রানী সেন কনা, ২য় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার, ৩য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মলি আক্তার।

হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাশপিয়া কাশেম, ২য় স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আসমাউল হুসনা , ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোর্শেদা খানম।

রশি লাফ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বৈশাখী চাকমা, ২য় স্থান অর্জন করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আছমা আক্তার, ৩য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত জাহান জুঁই।

এবং বালিশ খেলা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাশপিয়া কাশেম, ২য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা লুৎফা, ৩য় স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোছাঃ নুসরাত জাহান চৈতি।

এছাড়াও ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা: সাহসিকতার দৃষ্টান্ত” শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিস বিভাগের শিক্ষার্থী মাহমুদা সুলতানা, ২য় স্থান অর্জন করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ তারিন, ৩য় স্থান অর্জন করেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী চাঁদনী আক্তার।

সবশেষে হলের আবাসিক শিক্ষার্থীদের দ্বারা একটি সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমাদের বর্তমান আবাসিকতার হার খুব কম, সব মিলিয়ে ২৪% শিক্ষার্থীকে আবাসিকতার সুবিধা দিতে পারি আমরা৷ তোমরা যারা এই সুবিধা পাচ্ছো আমি আশা করবো তোমরা পড়াশোনা শেষে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে।”

অনুষ্ঠানের সভাপতি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হলের আজকের যে আয়োজন এর কৃতিত্ব সম্পূর্ণই হলের শিক্ষার্থীদের। আমাদের হলের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো কাটিয়ে উঠতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আশা করি হলের সকল সীমাবদ্ধতা শীঘ্রই কাটিয়ে উঠবো।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩