বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অবস্থিত ‘রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল’ এ মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী সমাজকর্মী মোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুন নূর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়; বরং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলা।’ তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোরশেদ আলম বলেন, গ্রামীণ পর্যায়ে মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান দোয়ারাবাজার উপজেলায় নারীশিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখে। স্থানীয় শিক্ষা অঙ্গনে অনুষ্ঠানটি একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩