মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গাজীপুরের শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোরছালিন হোসাইন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এর প্রোগ্রামটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আমরা সকলেই জানি এদিনে আমাদের দেশের মহান ব্যক্তিদের হত্যা করে শত্রুরা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল। এখনও দেশপ্রেমিকদের বিরুদ্ধে শত্রুরা ষড়যন্ত্র করেই চলেছে। তাই এদিনটি পালনের মাধ্যমে এদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মানকারী সকলকে আমরা চিরদিন সম্মান করবো।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩