শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়? জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল ওসমান হাদীর ওপর হামলায় বিএনপির নিন্দা মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত শিবচরে উঠতি বয়সের কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ মাভাবিপ্রবিতে পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫ চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে জমি জবর দখল, ভয়ভীতি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তাপাড়ের ভুক্তভোগী টাবুর চড় বাসী।

গত বুধবার (১০ ডিসেম্বর) আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মুসা ভান্ডারী, সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী, জরিনা বেগম, রমিচা বেগমসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মোতালেব হোসেন ওরফে পাঞ্চু মল্লিক নামে এক প্রভাবশালী ব্যক্তি এবং তার অনুগত একটি চক্র দীর্ঘদিন ধরে চরের ব্যক্তিমালিকানাধীন জমি জবরদখল করে আসছে।

দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তারা।

বক্তারা আরও জানান, প্রভাবশালী হওয়ায় ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আবাদি জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখল করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ভয়ভীতি দেখিয়ে ইতোমধ্যে অনেক পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও এই ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্য কমেনি। বরং নির্বিঘ্নে তারা নিরীহ কৃষকদের শেষ সম্বল চাষাবাদের জমি ও বসতভিটা দখল কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভুক্তভোগীদের মধ্যে পূর্ব খড়িবাড়ি গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মইনুদ্দিন (৭৩) অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী মোতালেব হোসেন পাঞ্চু তার পাঁচ একর আবাদি জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে । একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে কাছের আলী (৬৯) জানান, তার ১২ একর জমি এবং আরফান আলীর ছেলে খোকন প্রামানিক জানান, তার পিতার ১৫ একর জমিও একইভাবে জবরদখল করা হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, প্রশাসনের কাছে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এতে করে দখলবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষায়, দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতেও কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারত না।

মানববন্ধনে অংশ নেওয়া গৃহবধূ মালেকা বেগম বলেন, এই জমিই আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখল বাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট মালিকানা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩