শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়? জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল ওসমান হাদীর ওপর হামলায় বিএনপির নিন্দা মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত শিবচরে উঠতি বয়সের কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ মাভাবিপ্রবিতে পর্যটনে তারুণ্যের উৎসব-২০২৫ চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিল্ম সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আজকের এই আয়োজন সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘মুক্তমঞ্চকে কিভাবে সিনেমা হলে পরিণত করা যায় এই বিষয়ে আমি চিন্তা করেছি। আমরা যেন স্টুডেন্টদের মধ্যে থেকে ভালো দর্শক শ্রেণি বের করে আনতে পারি। আমাদের এখন যে ক্রাইসিস রয়েছে নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম পেলে সেটি কেটে যাবে। এছাড়া আমাদের নিজস্ব দুটি সাউন্ড সিস্টেম কিনতে পারলে ভালো হয় এবং এর জন্য আমরা এবং পরিচালনা কমিটিতে যারা আছেন সবাই মিলে কন্ট্রিবিউট করে নিয়ে নিব।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘আজকের এই “সহজ পাঠের গপ্পো” চলচ্চিত্রে দেখানো হয়েছে দরিদ্রতা কী, অর্থের মাধ্যমে সম্পর্কের মূল্যায়নসহ আরো অনেক বাস্তবমূখী শিক্ষা যা আমরা কখনো পড়ার মাধ্যমে জানতে পারতাম না। জীবনের এইসব ছোট ছোট বিষয়গুলো সামনে নিয়ে আসে চলচ্চিত্র। এজন্য আমাদের সুষ্টু চলচ্চিত্র দেখতে হবে। ‘

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘সিনেমা একটি আর্ট। যা আমাদের আবেগকে বহিঃপ্রকাশ করার অন্যতম মাধ্যম। মুক্তমঞ্চটাকে যদি আমরা ভালো পর্দা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করাতে পারি, তবে তা একটি সিনেমা হলের আবহাওয়া তৈরি করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হলো সিনেমা হলের যত টিকিট বিক্রি হবে তা দিয়ে আমাদের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে সাহায্য করা। ‘

ফিল্ম সোসাইটির ডিরেক্টর ফারদ্দিন কাদের বলেন,’ আজকে যারা নতুন সদস্য এসেছে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাতে পারি। ইতিমধ্যেই আমাদের বেশ কিছু কার্যক্রমের ভালোই সাড়া পাচ্ছি যা আমাদের কাছে একটি অনুপ্রেরণার বিষয়। এছাড়া আমরা জানুয়ারিতে মুক্তমঞ্চ আমাদের অর্থায়নে একটি সিনেমার আয়োজন করবো এবং যত টিকিট বিক্রি হবে সেই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী অন্যন্যার চিকিৎসার জন্য দিয়ে দিবো। ‘

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩